ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পানছড়িতে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
পানছড়িতে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি ডিগ্রি কলেজে ছুরিকাঘাতে বাবু চাকমা (২০) নামে এক এইচএসসি পরিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৬ এপ্রিল) পরীক্ষা শেষে রুম থেকে বের হওয়ার সময় কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়।

বাবু জেলা সদরের ভাইবোন ছড়ার উদয় শংকরপাড়া এলাকার ইন্দু বিকাশ চাকমার ছেলে। সে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সমর্থিত সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদের পানছড়ি কলেজ শাখার সদস্য বলে জানা গেছে।

পানছড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বলেন, আজকে পৌরনীতি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বের হওয়ার সময় বাবুকে কয়েকজন যুবক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় অন্য শিক্ষার্থীরা বাধা দিলে তারা বাবুকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা তাকে আহত অবস্থায় পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ ঘটনায়র জন্য জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদকে দায়ী করেছে প্রসীত খীসার পাহাড়ী ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বাবুর পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।