ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চারঘাটে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
চারঘাটে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলা থেকে রনি সরকার (২০) নামে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্য আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রাওথা গ্রাম থেকে তাকে আটক করা হয়। রনি একই গ্রামের কালাম সরকারের ছেলে।

 

র‌্যাব-৫ এর উপ-পরিচালক মেজর আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ওই গ্রামে অভিযান চালায় র‌্যাব। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রনিকে আটক করা হয়।  

আটকের সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ১৪টি সিম কার্ড, একটি মেমোরি কার্ড, দু’টি কার্ড রিডার, একটি সিপিইউ, একটি মনিটর ও প্রশ্নপ্রত্র বিক্রির নগদ ১০ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।  

জিজ্ঞাসাবাদ শেষে তাকে সকালে চারঘাট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আটকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।