ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

২৪ এ‌প্রিল শাহবাগে মু‌ক্তি‌যোদ্ধা মহাসমা‌বেশ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
২৪ এ‌প্রিল শাহবাগে মু‌ক্তি‌যোদ্ধা মহাসমা‌বেশ  সংবাদ স‌ম্মেলনে মহাসমা‌বে‌শে বাস্তবায়ন কমিটির নেতারা/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: শাহবাগে আগামী ২৪ এ‌প্রিল মু‌ক্তি‌যোদ্ধা মহাসমা‌বেশ ডেকেছে বাংলা‌দেশ মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউ‌ন্সিল।

সোমবার (১৬ এপ্রিল) বেলা সা‌ড়ে ১১টায় জাতীয় প্রেসক্লা‌বে সংবাদ স‌ম্মেলনে এ মহাসমা‌বেশ ডাকার কথা জানান বাংলা‌দেশ মু‌ক্তি‌যোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউ‌ন্সিলের সা‌বেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী।  

মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি এ সমাবেশ বাস্তবায়ন করবে বলে জানান তিনি।

মহাসমা‌বে‌শে সারা‌দে‌শের মু‌ক্তি‌যোদ্ধারা আস‌বেন জা‌নি‌য়ে আহাদ চৌধুরী ব‌লেন, কোটা বা‌তি‌লে শেখ হা‌সিনার ঘোষণায় আমরা বিচ‌লিত নই। তি‌নি নি‌তেও পা‌রেন দি‌তেও পা‌রেন।  

এসময় শিক্ষার্থীদের বিভ্রা‌ন্ত উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, মু‌ক্তি‌যোদ্ধা‌দের মান না দাও কিন্তু অপমান কোরো না। স্বাধীনতা বি‌রোধীরা ঘোলা পা‌নি‌তে মাছ শিকার করছে। এ চক্রান্ত এককেন্দ্রিকভা‌বে প্র‌তিহত কর‌তে হ‌বে।

তি‌নি ব‌লেন, ‌কোটা আমরা চাই‌নি। কোটার জন্য আ‌ন্দোলনও ক‌রিনি। এখনও কোটার জন্য আ‌ন্দোলন কর‌ছি না। কোটার বিষ‌য়ে সিদ্ধান্ত নে‌বে সরকার।

শিক্ষার্থীদের আ‌ন্দোলন প্রসঙ্গে তি‌নি ব‌লেন, কোটার ভুল নি‌য়ে কথা বলা যে‌তো। মু‌ক্তি‌যোদ্ধা‌দের নি‌য়ে কেন প্রশ্ন তোলা হ‌লো।

সংবাদ সম্মেল‌নে ৩০ শতংশ কোটা মু‌ক্তি‌যোদ্ধারা পায় না ব‌লেও দাবি করা হয়।

সংবাদ স‌ম্মেল‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, কেন্দ্রীয় সদস্য স‌চিব আব্দুস সালাম মজুমদার, শাহজাহান মৃধা বে‌নু, হা‌বিবুর রহমান, মেজর অব লে‌নিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।