ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রতিপক্ষের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
প্রতিপক্ষের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত

রাঙামাটি: রাঙামাটি ও খাগড়াছড়ি সীমান্তে প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্রে জানা যায়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মারিশ্যা-দীঘিনালা সড়কের জোড়া ব্রিজ এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী তপন চাকমাকে (৪০) গুলি করে হত্যা করে তাদের প্রতিপক্ষ গণতান্ত্রিক ইউপিডিএফ।

অপরদিকে রাঙামাটি-খাগড়াছড়ি সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের আট-নয় কিলো নামক স্থানে ইউপিডিএফের আরেক কর্মী বিজয় চাকমাকে (৩২) হত্যা করেছে তাদের প্রতিপক্ষ।

খাগড়াছড়ির দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দীন এবং রাঙামাটির বাঘাইছড়ি থানার ওসি আমির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা উভয়ই ঘটনাটি একে অপরের এলাকায় বলে দাবি করেন।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।