ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেন দুর্ঘটনায় আহতদের দায়িত্ব নিলো রেল মন্ত্রণালয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
ট্রেন দুর্ঘটনায় আহতদের দায়িত্ব নিলো রেল মন্ত্রণালয় ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে ঢামেকে রেলমন্ত্রী মুজিবুল হক/ ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নিয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

রোববার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢামেক হাসপাতালে আসেন। আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়ে বেরিয়ে যাওয়ার সময় রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রেল মন্ত্রণালয়।

দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

দুপুরে টঙ্গীর নতুনবাজার এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চার জন নিহত হন। আহত হন ২০ জন। এদের মধ্যে ছয় জনকে ঢামেকে ভর্তি করা হয়। এরা হলেন-সবুজ (৪০) বাদল (৫০) আলমগীর (২৩) শরিফ শেখ (২৮) ইসরাফিল (১২) ও বাদল হোসেন (২৮)

ঢামেক হাসপাতালের পরিচালক জানান, গত জানুয়ারি মাসে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের নিচে পড়ে দুই পা হারান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবিনা আক্তার। তাকে কৃত্রিম পা সংযোজন করা জন্য রেলমন্ত্রী মুজিবুল হক আড়াই লাখ টাকা দিয়েছেন। আগামী মঙ্গলবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রুবিনাকে নিয়ে যাওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।