ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

দীঘিনালায় কূপ থেকে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
দীঘিনালায় কূপ থেকে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি: নিখোঁজের দুই দিন পর খাগড়াছড়ির দীঘিনালায় একটি পরিত্যক্ত পানির কূপ থেকে মোশারফ হোসেন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোশারফ মধ্য বেতছড়ি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।


 
রোববার (১৫ এপ্রিল) বিকেলে দীঘিনালার রসিক নগর এলাকার একটি পরিত্যক্ত পানির কূপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, রসিক নগর এলাকার একটি পরিত্যক্ত কুপের দেয়ালে রক্তের দাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় কূপের ভেতর থেকে মোশারফের মরদেহ উদ্ধার করেন।

তিনি আরো জানান, নিহত মোশারফের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।