ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ৮ চালককে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
সিলেটে ৮ চালককে জরিমানা অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান/ ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। প্রথম দিনের অভিযানে ৮টি যানবাহন চালকের কাছ থেকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

রোববার (১৫ এপ্রিল) বিকেলে শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের সুরমা গেইট বাইপাস সড়কে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান এবং আশরাফুল হক।

 

অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস যাচাই ছাড়াও যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ, হেলমেট পরিধান না করায় ৮ চালকের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান বাংলানিউজকে বলেন, বিশেষ করে ফিটনেস বিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্স ও কালো ধোয়া নির্গত যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এখন থেকে এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।