ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাচ্ছেন মন্ত্রিপরিষদ সদস্যরা/ছবি: পিআইডি

ঢাকা: সৌদি আরবের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দেশটির শাসক যুবরাজ মোহাম্মদ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে যৌথ সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড-১’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা সেদেশে যাচ্ছেন। সৌদি আরবে সংক্ষিপ্ত সফর শেষে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যাবেন তিনি।

রোববার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ৩৫ মিনিটে বিজি-০৪৯ ফ্লাইটে করে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
 
সৌদি সময় সন্ধ্যা ৭টা ৫০মিনিটে দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।

দাম্মাম পৌঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ এবং সৌদি সরকারের প্রতিনিধিরা।
 
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহযোগে শেরাটন দাম্মাম হোটেলে নেওয়া হবে। সেখানে রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী।
 
সোমবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় ‘গাল্ফ শিল্ড-১’ যৌথ সামরিক মহড়ার সমাপনীতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
 
গত ১৮ মার্চ শুরু হওয়া গাল্ফ শিল্ড-১ যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশসহ ২৩টি দেশ অংশ নিয়েছে।
 
এদিন বিকেল ৫টায় প্রধানমন্ত্রী বিশেষ ফ্লাইটযোগে দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন।
 
লন্ডনের লুটন বিমানবন্দরে অবতরণের পর যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তার সফরকালীন আবাসস্থল হোটেল ক্ল্যারিজে যাবেন।
 
মঙ্গলবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী কমনওয়েলথ ওমেন ফোরাম এর ‘এডুকেশন টু এমপাওয়ার: মেকিং ইক্যুইটেবল অ্যান্ড ইকুয়েলিটি প্রাইমারি এডুকেশন অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন এ রিয়েলিটি ফর গার্লস আক্রস দ্য কমনওয়েলথ’ বিষয়ক পর্বে অংশ নেবেন।
 
বিকেল ৪টায় ওভারসিজ ডেভলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন।
 
সন্ধ্যায় লন্ডনের লর্ড মেয়র আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন তিনি।
 
বুধবার (১৮ এপ্রিল) এশিয়ার নেতাদের গোল টেবিল বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
 
রাতে স্কাই গার্ডেনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে আয়োজিত অভ্যর্থনা ও নৈশভোজে অংশ নেবেন।
 
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বাকিংহাম প্যালেসে কমনওয়েলথ সরকার ও রাষ্ট্র প্রধানদের সভার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
 
বেলা ১১টায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে এবং কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড আয়োজিত অফিসিয়াল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
 
বেলা সোয়া ১২টায় শেখ হাসিনা এক্সিকিউটিভ সেশন-১ এ অংশ নেবেন।
 
সোয়া ১টায় কমনওয়েলথ মহাসচিব আয়োজিত অভ্যর্থনায় অংশ নেবেন।
 
বেলা আড়াইটার দিকে এক্সিকিউটিভ সেশন-২ এবং সোয়া ৪টায় এক্সিকিউটিভ সেশন-৩ এ অংশ নেবেন।
 
রাতে সরকার প্রধানদের সম্মানে যুক্তরাজ্যের রানী আয়োজিত নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
 
শুক্রবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রিট্রিট সেশন ১, ২ ও ৩-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শনিবার (২১ এপ্রিল) বিকেল ৩টায় প্রবাসী বাংলাদেশিদের দেওয়া অভ্যর্থনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় যোগ দেবেন সরকার ও রাষ্ট্র প্রধানদের সম্মানে রয়েল কমনওয়েলথ সোসাইটি আয়োজিত অভ্যর্থনায়।
 
ব্রিটেনের রানীর জন্মদিন উপলক্ষে রয়েল কমনওয়েলথ সোসাইটি আয়োজিত কনসার্টে যোগ দেবেন তিনি।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে রোববার (২২ এপ্রিল) লন্ডন সময় বিকেল ৪টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। সোমবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ৯টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এমইউএম/আরআর/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।