ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাপ্তাইয়ে মারমা সম্প্রদায়ের জলকেলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
কাপ্তাইয়ে মারমা সম্প্রদায়ের জলকেলি কাপ্তাইয়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যের জলকেলি উৎসব

রাঙামাটি: ‘সাংগ্রাঁইং মা ঞি ঞি ঞা ঞা..রি, কাজাই গাই পামে ও ঞিং ওকো রো ও এম্রে ম্রিই রোগাই লাগাই চুও প্য গাই মেলে’ মারমা এ গানের অর্থ দাঁড়ায়- ‘এসো এসো সাংগ্রাইতে এক সঙ্গে মিলে মিশে জলকেলিতে আনন্দ করি’।

রোববার (১৫ এপ্রিল) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় সাংগ্রাই জল উৎসব উৎযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত জলকেলিতে মারমা সম্প্রদায়ের তরুণ-তরুণী এবং শিশু-কিশোররা তাদের ঐতিহ্যের পোশাক পরে মারমা গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয়।

এদিন সকালে উপজেলার চিংম্রং এলাকায় অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মংনুচিং মারমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য থোয়াইচিংমং মারমা।

জলকেলি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক খ্যাইসা অং মারমার সভাপতিত্বে গেস্ট অর্নার ছিলেন- কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী। এছাড়া কাপ্তাই ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলামসহ উপজেলার উচ্চ পদস্থ অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।