ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় আহত ৬ জন ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় আহত ৬ জন ঢামেকে ট্রেন দুর্ঘটনায় আহত যুবক হাসপাতালের বিছানায়/ ছবি: বাংলানিউজ

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আহত ২০ জনের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রোববার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সবুজ (৪০) বাদল (৫০) আলমগীর (২৩) শরিফ শেখ (২৮) ইসরাফিল (১২) ও বাদল হোসেন (২৮)।

আহত ইসরাফিলের মা জরিনা জানান, তারা কমলাপুর এলাকায় থাকেন। ময়মনসিংহ সদর থেকে ট্রেনযোগে ঢাকায় ফেরার পথে ট্রেনের বগি লাইনচ্যুত হলে ট্রেনের জানালা দিয়ে নামতে গেলে আমার ছেলে আহত হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বাংলানিউজকে জানান,  আহতদের অবস্থা তেমন গুরুতর নয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad