ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বর্ণিল ‘থব্যুইং আছাং’ এ মারমা তরুণ-তরুণীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
বর্ণিল ‘থব্যুইং আছাং’ এ মারমা তরুণ-তরুণীরা নতুন পোশাকে সেজেছে মারমা তরুণীরা

খাগড়াছড়ি: সাংগ্রাই বলে কথা। বছরের এমন দিন একবারই আসে। তাইতো খাগড়াছড়ির মারমা তরুণ তরুণীরা সেজেছেন ঐতিহ্যগত পোশাকে।

মারমা ভাষায় যাকে ‘থব্যুইং আছাং’ বলা হয়। থব্যুইং অর্থ ঐতিহ্যবাহী বিশেষ পোশাক আর আছাং অর্থ সাজ।

এই বর্ণিল সাজ পর্যটকতো বটেই স্থানীয়দেরও নজর কাড়ে। কেউ লাল, কেউ হলুদ কেউবা পড়েছেন সবুজ রংয়ের পোশাক। সাংগ্রাই উপলক্ষে অনেকদিন আগে থেকেই দলবেঁধে এই পোশাক তৈরি করিয়েছেন মারমা তরুণ-তরুণীরা।
 
আর এই পোশাক পরে শনিবার (১৪ এপ্রিল) সকাল থেকে এদিক-ওদিক ঘুরে বেড়াতে দেখা যায় তরুণ-তরুণীদের।

নতুন পোশাকে সেজেছে মারমা তরুণ-তরুণীরাখাগড়াছড়ির নৃত্য শিল্পী কংসাই মারমা বলেন, আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য রক্তে মিশে আছে। আমাদের জনগোষ্ঠীর পরিচিতি বিশেষ এই পোশাকের মাধ্যমে ফুটে উঠে। তাইতো আমাদের অনুষ্ঠানগুলোতে নিজেদের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করি।
 
এদিকে বিশেষ এই থব্যুইং আছাং-এ তরুণ-তরুণীরা দলবেঁধে জলকেলিতে মেতে ওঠে। জলকেলিতে প্রতিটি দলে ১০ থেকে ১২ জন তরুণ-তরুণী থাকে। আর তাদের পরনে শোভা পায় একই ধরনের বিশেষ এই পোশাক। তাদের এমন সাজে উৎসবে যোগ হয়েছে বিশেষ মাত্রা। এ পোশাক পরেই তারা মেতে ওঠে জলকেলিতে।
 
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ১৪ এপ্র্রিল, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।