ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

মাদারীপুর: সন্ধ্যা থেকে ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার কারেণ মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে যান চলাচল।

শনিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টা থেকে বন্ধ হয় লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা গেছে, বিকেল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে।

সন্ধ্যায় হঠাৎ করে প্রবল বেগে বাতাস শুরু হয়। পরে বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে, নৌযান চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা কাঁঠালবাড়ি ঘাটে আটকা পড়েছেন।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ি লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ বাংলানিউজকে বলেন, তীব্র বাতাসের কারণে সোয়া ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে বলেন, ঝড় শুরু হতে পারে, এমনটা আশঙ্কা করেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রচণ্ড বাতাস বইছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হবে। তাছাড়া সরকারি ছুটি থাকায় ঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহনের বেশ ভিড় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।