ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে জেএসএস সংস্কার’র কর্মী অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
বাঘাইছড়িতে জেএসএস সংস্কার’র কর্মী অপহৃত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে নাগনচান চাকমা (৪০) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কার’র (জেএসএস) এক কর্মীকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের হাগলাছড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। নাগনচান স্থানীয় প্রিয়লাল চাকমার ছেলে।

বাঘাইছড়ি উপজেলা জেএসএস’র নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ইউপিডিএফ’র উপজেলা কমান্ডার চিক্কোধন চাকমা এবংবিমলকান্তি চাকমার নেতৃত্বে সাত-আটজনের একটি দল শুক্রবার সন্ধ্যায় নাগনচানকে তার বাড়ি থেকে অপহরণ করে।  

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, অপহরণের কথা লোকমুখে তিনি শুনেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।