ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভিসির বাসায় হামলাকারীরা পেশাদার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৬, এপ্রিল ১২, ২০১৮
ভিসির বাসায় হামলাকারীরা পেশাদার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার-ছবি-সুমন শেখ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসায় হামলাকারীরা পেশাদার ছিলেন বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। অপরাধীরা যেই হোক তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাবির ভিসি স্যারের বাড়িতে হামলাসহ গত তিনদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।

হামলাকারীরা যেভাবে হামলা চালিয়েছে, সিসিটিভি ক্যামেরা ভেঙে, হার্ড ডিস্কের বক্স ভেঙে দিয়েছে এতে বোঝা যায় হামলাকারীরা পেশাদার।

তিনি বলেন, তবে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এ বিষয়ে মামলা হয়েছে, মেধাবী অফিসাররা মামলার তদন্ত করছেন। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।