ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোটা সংস্কারে ফের একজোট আন্দোলনকারীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, এপ্রিল ১০, ২০১৮
কোটা সংস্কারে ফের একজোট আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দ্বিধাবিভক্তি এলেও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে ফের একজোট হয়ে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে চলমান আন্দোলনে মঙ্গলবার (১০ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ছাড়াই দেশব্যাপী বিক্ষিপ্তভাবে কর্মসূচি পালন করে আন্দোলনরতদের একাংশ।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরকার পক্ষের সঙ্গে বৈঠকের পর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটি সংবাদ সম্মেলন করে আন্দোলন স্থগিত করেছিলো।

কিন্তু সেই সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ অসন্তোষ প্রকাশ করে কর্মসূচি অব্যাহত রাখে।

সোমবার সংসদ অধিবেশনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তার বক্তব্য প্রত্যাহার করার দাবি জানান আন্দোলনকারীরা।  

কৃষিমন্ত্রী বক্তব্য প্রত্যাহার না করায় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দুই গ্রুপ ফের একত্রিত হয়। জোটবদ্ধ হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। এতে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা কৃষিমন্ত্রীর সমালোচনা করে স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।