বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে চলমান আন্দোলনে মঙ্গলবার (১০ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ছাড়াই দেশব্যাপী বিক্ষিপ্তভাবে কর্মসূচি পালন করে আন্দোলনরতদের একাংশ।
সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরকার পক্ষের সঙ্গে বৈঠকের পর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটি সংবাদ সম্মেলন করে আন্দোলন স্থগিত করেছিলো।
সোমবার সংসদ অধিবেশনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তার বক্তব্য প্রত্যাহার করার দাবি জানান আন্দোলনকারীরা।
কৃষিমন্ত্রী বক্তব্য প্রত্যাহার না করায় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দুই গ্রুপ ফের একত্রিত হয়। জোটবদ্ধ হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। এতে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা কৃষিমন্ত্রীর সমালোচনা করে স্লোগান দেন।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এসকেবি/এমজেএফ