ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সমবায় সমিতির প্রসার ঘটছে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, এপ্রিল ৮, ২০১৮
সমবায় সমিতির প্রসার ঘটছে

জাতীয় সংসদ ভবন থেকে: দেশে সমবায় সমিতির কার্যক্রম দিন দিন প্রসার ঘটছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। 

তিনি বলেছেন, বর্তমানে দেশে ১ লাখ ৭৯ হাজার ৭৭৭টি সমবায় সমিতি রয়েছে।  
 
রোববার (০৮ এপ্রিল) বিকেলে দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশনের প্রথম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।


 
মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্নকারী জাহাঙ্গীর বলেন, এক সময় দেশের গ্রামীণ অর্থনীতিতে সমবায় সমিতির বিরাট ভূমিকা ছিল। এই সমিতির কার্যক্রম বাড়ানোর কোনো উদ্যোগ সরকারের আছে কি-না?
 
জবাবে মন্ত্রী বলেন, দেশে সমবায় সমিতির সংখ্যা কমেনি। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এ সংখ্যা  বেড়েছে। বর্তমানে দেশে ১ লাখ ৭৯ হাজার ৭৭৭টি সমবায় সমিতি আছে। এই সমবায় সমিতিগুলো সক্রিয়ভাবে কাজ করছে।  
 
তিনি বলেন, সমবায় সমিতি বাড়ানো একটি চলমান প্রক্রিয়া। সমবায় সমিতির কার্যক্রম সংকুচিত হচ্ছে না। দিনদিন এর কার্যক্রমের প্রসার ঘটছে।
 
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এসএম/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।