এছাড়া সাবেক মন্ত্রী এম. মতিউর রহমান, সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ খান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুসহ ৮ সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়েছে।
বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ বছরে বাজেট পূর্ববর্তী সংসদ অধিবেশন শুরু হয়েছে রোববার (৮ এপ্রিল) বিকেল ৫টায়।
আরও পড়ুন>>
** সমবায় সমিতির প্রসার ঘটছে
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন নেসা, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মা বেগম সায়েরা খাতুন ও কণ্ঠশিল্পী শাম্মী আখতারের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এরপর নিহত ও মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এর আগে বিকেল ৪টায় স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হয়।
আরও পড়ুন>>
**সংসদ অধিবেশন শুরু, চলবে ১২ এপ্রিল পর্যন্ত
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এসএম/এসকে/আরআর