বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিশন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
পরে পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ করা হবে।
পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিসিএস পরীক্ষার্থীদের জন্য এই উপহার বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
পিএসসি জানায়, ৩৯তম বিশেষ বিসিএসে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে দুই ঘণ্টায়। এছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
সিলেবাস অনুযায়ী, মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে।
পিএসসির নিয়মানুযায়ী, প্রতি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ৫০।
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৮
এমআইএইচ/জেডএস