ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বিএসএমএমইউতে খালেদা, প্রস্তুত ৫১২ নম্বর কেবিন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৪, এপ্রিল ৭, ২০১৮
বিএসএমএমইউতে খালেদা, প্রস্তুত ৫১২ নম্বর কেবিন খালেদার জন্য প্রস্তুত কেবিন

ঢাকা: চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে।

শনিবার (০৭ এপ্রিল) বেলা সোয়া ১১টায় কারাগার থেকে রওনা হয়ে ১১টা ৩৪ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছেন।

খালেদা জিয়ার জন্য হাসপাতালের ৫১২ নম্বর কেবিন প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের এক প্রশাসনিক কর্মকর্তা।

এদিকে খালেদা জিয়ার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের পাশাপাশি রয়েছে গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
এএম/এজেডএস/জেডএস

চিকিৎসার জন্য হাসপাতালের পথে খালেদা

পিজিতে নেওয়া হবে খালেদাকে, নিরাপত্তা জোরদার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।