বুধবার (৪ মার্চ) সকাল ৬টার দিকে জেলার রেসকোর্স এলাকার মফিজ উদ্দিন সড়কের বিএইচ ভূঁইয়া হাউজের তিনতলা ভবনের একতলার একটি মেসে এ ঘটনা ঘটে।
নিহত সাগর দত্ত কুমিল্লার চান্দিনা উপজেলার চিলোড়া গ্রামের শংকর দত্তের ছেলে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, ওই মেসে ছয়জন ছাত্র থাকতেন। সকালে হতাহত দু’জন ছাড়া বাকিদের পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাকিরা পালিয়েছেন। নিহত সাগরকে চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রেমঘটিত বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এএটি