ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় কলেজছাত্রকে গলাকেটে হত্যা, গুলিবিদ্ধ ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২১, এপ্রিল ৪, ২০১৮
কুমিল্লায় কলেজছাত্রকে গলাকেটে হত্যা, গুলিবিদ্ধ ১ নিহত সাগরের স্বজনদের আহাজারি। ইনসেটে সাগরের রক্তাক্ত নিথর দেহ। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা সরকারি কলেজের একটি ছাত্রাবাসে সাগর দত্ত (১৯) নামে এক ছাত্রকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সজীব নামে আরেক ছাত্রকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল ৬টার দিকে জেলার রেসকোর্স এলাকার মফিজ উদ্দিন সড়কের বিএইচ ভূঁইয়া হাউজের তিনতলা ভবনের একতলার একটি মেসে এ ঘটনা ঘটে।

নিহত সাগর দত্ত কুমিল্লার চান্দিনা উপজেলার চিলোড়া গ্রামের শংকর দত্তের ছেলে।

আহত সজীব কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  গুলিবিদ্ধ সজীব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকার উজানচর গ্রামের রাখাল সাহার ছেলে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, ওই মেসে ছয়জন ছাত্র থাকতেন। সকালে হতাহত দু’জন ছাড়া বাকিদের পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাকিরা পালিয়েছেন। নিহত সাগরকে চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রেমঘটিত বিরোধ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।