ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দারাজ’র ৩য় বৈশাখী মেলা শুরু ৩০ মার্চ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
দারাজ’র ৩য় বৈশাখী মেলা শুরু ৩০ মার্চ  সংবাদ সম্মেলনে দারাজ বাংলাদেশের কর্মকর্তারা-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: তৃতীয়বারের মতো বৈশাখী মেলার আয়োজন করছে দারাজ বাংলাদেশ। এ আয়োজন আগামী ৩০ মার্চ শুরু হয়ে চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এবার দারাজ ওয়েবসাইটে তালিকাভুক্ত ৩ লাখেরও বেশি পণ্যে ৭৭% পর্যন্ত ছাড় থাকবে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, নতুন বছরে আমাদের সব গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই এ বছর আমাদের অনেকগুলো বড় প্ল্যান রয়েছে।

বছরের শেষ নাগাদ আমরা ৬৪ জেলায় নিজেদের হাব বা পিক আপ পয়েন্ট চালু করবো। বেশ কিছু নতুন ক্যাটাগরি যেমন- মেডিসিন, কাঁচাবাজার, ইনস্যুরেন্স দারাজের ওয়েবসাইডে এ বছর পাওয়া যাবে।  

এছাড়া এ বছরই দারাজের নিজস্ব ফ্যাশন লেভেল চালু হবে।

তিনি বলেন, ৭৭% পর্যন্ত ছাড়ের পাশাপাশি দারাজ বৈশাখী মেলা চলাকালে ১১টি ফ্লাশসেল আয়োজন করা হবে। বিশেষ একটি দিনে ৫০% ছাড়ে পাওয়া যাবে টেলিভিশন। ১৬ দিনের এই বৈশাখী সেলস ক্যাম্পেইনে প্রতিদিনই কোনো না কোনো বিশেষ আয়োজন থাকবে। এছাড়া ভিসা, মাস্টার বা অ্যামেক্স কার্ডের প্রি-পেমেন্টে পাওয়া যাবে আরও ১৫% অতিরিক্ত ছাড়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দারাজ এর হেড অব কমার্শিয়াল ফুয়াদ আরেফিন, হেড অব অপারেশন রায়ান ক্লেম্যানস, টেটলি এস এ'র   মার্কেটিং ম্যানেজার মনিরুল হাসান, স্কয়ার ইলেকট্রনিক্স এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হামিদ ইসমাইল, ডিলার সেল এর সিনিয়র এক্সিকিউটিভ মাসুম হোসেন শরীফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।