ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

পোড়া ক্ষতেই শাহিনের মৃত্যু, দাফন রাতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, মার্চ ২৬, ২০১৮
পোড়া ক্ষতেই শাহিনের মৃত্যু, দাফন রাতে

ঢাকা: নেপালে প্লেন দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শাহিন ব্যাপারীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আগুনে পোড়া ক্ষতই তার মৃত্যুর কারণ বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

সোমবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শাহিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস রাতে শাহিনের ময়নাতদন্ত শেষে বাংলানিউজকে জানান, মৃত শাহিনের পিঠির ডান দিকে পোড়া ক্ষত ছিল।

এই ক্ষতের কারণে তার মৃত্যু হয়েছে। শাহিনের হার্টের কিছু অংশ সংগ্রহ করা হয়েছে। এটা পরীরক্ষার জন্য পাঠানো হবে।

আরও পড়ুন>>>>বিএস২১১: মৃত্যুর কাছে হার মানলেন শাহিন ব্যাপারী

ময়নাতদন্ত শেষে শাহিনের মরদেহ নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়েছেন তার স্বজনরা।

শাহিনের ভাগিনা রাকিব বাংলানিউজকে বলেন, মরদেহ সিদ্ধিরগঞ্জ পাইনাদি কেন্দ্রীয় কবরস্থানে রাত ১১টায় দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।