ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিকরগাছায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
ঝিকরগাছায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে সংবর্ধনা ঝিকরগাছায় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীকে সংবর্ধনা

যশোর: যশোরের ঝিকরগাছার শিমুলিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (২৪ মার্চ) বিকেলে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশনের ফাদার ডমিনিক হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালসহ নেতা কর্মীরা।

 

সংবর্ধনার পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

শিমুলিয়া মিশনের অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যদা প্রাপ্তি আমাদের বড় অর্জন। আমরা প্রাণিসম্পদ উন্নয়নে বিশ্বের চতুর্থ স্থানে আছি। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আয়োজক ও স্থানীয় কৃতি সন্তান গিলবার্ট নির্মল বিশ্বাস।  


বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, ২৪ মার্চ, ২০১৮
ইউজি/আরএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।