ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গণতন্ত্র রক্ষায় নির্বাচন যথাসময়ে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
গণতন্ত্র রক্ষায় নির্বাচন যথাসময়ে হবে বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু

কুষ্টিয়া: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আইনজীবীদের নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয় প্রমাণ করে শেখ হাসিনার সরকার নির্বাচনে হস্তক্ষেপ করে না। 

শনিবার (২৪ মার্চ) বেলা ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন।  

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়।

বাংলাদেশে সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।

এসময় মন্ত্রী বর্ষা মৌসুমের আগেই ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপত্বিত করেন বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি কাউন্সিলার মো. নাইমুল হক। বিশেষ অতিথি ছিলেন- জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আফরোজা হক রিনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল মারুফ, পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ