ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় ঐতিহ্যবাহী হাডুডু ও লাঠিখেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
গাইবান্ধায় ঐতিহ্যবাহী হাডুডু ও লাঠিখেলা হা-ডু-ডু খেলা

গাইবান্ধা: বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করায় গাইবান্ধায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ও লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মার্চ) দুপুরে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে জেলা প্রশাসন এ খেলাধুলার আয়োজন করে।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া, গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।  

ঐতিহ্যবাহী লাঠিখেলা

লাঠিখেলায় সদর ও সুন্দরগঞ্জ উপজেলার দুটি দল অংশ নেয়। এছাড়া হা-ডু-ডু খেলায় সাঘাটা, সুন্দরগঞ্জ, পলাশবাড়ি, সাদুল্যাপুর উপজেলা দল অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় পলাশবাড়ি উপজেলা দল এবং রানার্সআপ হয় সাদুল্যাপুর উপজেলা দল।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।