ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বদরগঞ্জে প্রশ্ন ফাঁসের দায়ে কলেজ শিক্ষক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
বদরগঞ্জে প্রশ্ন ফাঁসের দায়ে কলেজ শিক্ষক আটক

রংপুর: বদরগঞ্জে প্রশ্ন ফাঁসের দায়ে আবু তাহের মিয়া নামে এক কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মার্চ) সন্ধ্যায় বদরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তিনি ওই কলেজের গণিত বিভাগের প্রভাষক।

পুলিশ সূত্রে জানা যায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে বদরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে এইসএসসি পরীক্ষা চলছিলো। বিশ্ববিদ্যালয়ের বদরগঞ্জ কেন্দ্রের যাবতীয় কাজ পরিচালনা করতেন প্রভাষক আবু তাহের মিয়া। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিলো।

কলেজের অধ্যক্ষ মাজেদ আলি বাংলানিউজকে জানান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে আমার কেন্দ্রে অনুষ্ঠিত পৌরনীতি দ্বিতীয়পত্র পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের বান্ডেলের (১০০টি) মধ্যে ১০টি প্রশ্ন বের করে নিয়ে ছাত্রদের দিয়ে দেয় প্রভাষক আবু তাহের মিয়া।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান জানান, আটক কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলার দায়ের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক জানান, প্রশ্নপত্র ফাঁসের দায়ে কলেজ শিক্ষক আবু তাহেরকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।