ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে চা শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
চুনারুঘাটে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে চা শ্রমিক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটের চাকলাপুঞ্জি চা বাগানে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে বাদল কর (৪০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ মার্চ) দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চাকলাপুঞ্জি চা বাগান এলাকার মৃত সুভাষ করের ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমির হোসেন বাংলানিউজকে জানান, তুচ্ছ বিষয় নিয়ে বাদল করের সঙ্গে একই এলাকার সুভাষ করের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার (২২ মার্চ) দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রদীপ করের লোকদের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন বাদল কর।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে বাদলের মৃত্যু হয়।

ওসি আরো জানান, এ ব্যাপারে বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।