ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়লো ৩১ দোকান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
হাতিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়লো ৩১ দোকান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নে দুর্বৃত্তের দেয়া আগুনে ৩১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

শুক্রবার (২৩ মার্চ) ভোর রাতে ইউনিয়নের দাসপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোর রাতে হঠাৎ করে বাজারের দোকানগুলোর কয়েকটি অংশে আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যে আগুন বাজারের আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তারা আগুন দেখে এগিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। আগুনে বাজারের মুদি, কসমেটিকস, গোডাউন, সেলুন দোকানসহ ৩১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চরকিং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে কে বা কারা শক্রতার জের ধরে বাজারের চারটি অংশের চারটি দোকানে একযোগে আগুন দেয়। পরে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়লে ৩১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।