ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ডিপ টিউবওয়েল বসাতে গিয়ে আহত শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
ডিপ টিউবওয়েল বসাতে গিয়ে আহত শ্রমিকের মৃত্যু

ব‌রিশাল: বরিশালে ডিপ টিউবওয়েল বসাতে গিয়ে আহত শ্রমিক কবির হাওলাদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কবির পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার জোনাব আলী হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (২২ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার সূত্রে জানা গেছে, ডিপ টিউবওয়েল শ্রমিক হিসেবে কাজ করতো কবির। গত মঙ্গলবার (২০ মার্চ) ডিপ টিউবওয়েল বসানোর সময় একটি লোহার পাইপের আঘাতে গুরুতর আহত হয় কবির। তাকে উদ্ধার করে ওইদিনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।

দুপুরে কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফরিদ তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।