ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
সিলেটে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা সিলেটে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেছে জেলা প্রশাসন। ছবি: বাংলানিউজ

সিলেট: বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পণ করায় সিলেটে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২ মার্চ) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর জিন্দাবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সেখানে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বাফুফের কেন্দ্রীয় সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ। সিলেটে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেছে জেলা প্রশাসন।                                          ছবি: বাংলানিউজশোভাযাত্রায় অংশ নেয় বাংলাদেশ শিশু একাডেমি, আবহাওয়া অধিদফতর, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ), বিটিসিএল, গণপূর্ত অধিদফতর, জেলা মৎস্য অধিদফতর, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, কর অঞ্চল সিলেট, ইসলামিক ফাউন্ডেশন, পরিবার পরিকল্পনা অধিদফতর, পল্লীবিদ্যুৎ সমিতি, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নর্থইস্ট মেডিকেল কলেজ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর, সমাজসেবা কার্যালয়, সিলেট এইডেড স্কুল, সিলেট সরকারি মহিলা কলেজসহ সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান।

জাতিসংঘের কমিটি ফর ডেভলপমেন্ট পলিসি (সিডিপি) চলতি বছরের ১৫ মার্চ এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

গত বছরের অক্টোবরে ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (ইউএনসিটিএডি) এক  প্রতিবেদনে বলা হয়, উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের জন্য বাংলাদেশ ইতোমধ্যেই তিনটি শর্তপূর্ণ করায় চলতি মার্চ মাসে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করবে। এলডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের চূড়ান্তভাবে উত্তরণের জন্য ২০২৪ সালে জাতিসংঘের ঘোষণা পর্যন্ত তিনটি সূচকের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad