ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

৩ ঘণ্টা পর গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
৩ ঘণ্টা পর গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে ৩ ঘণ্টা পর গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে। ছবি: বাংলানিউজ

গাজীপুর: প্রায় তিন ঘণ্টা পর গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী পারিজাত এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী পারিজাত এলাকায় কাশিমপুর কারাগার রোডের পাশে ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ৩টি বাসা বাড়ি ও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কর্মীরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৩০ থেকে ৩৫টি ঝুট গুদাম ৩টি বাসা বাড়ি ও কয়েকটি দোকান পুড়ে গেছে। পুরোপুরিভাবে আগুন নেভাতে আরো সময় লাগবে বলে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।