ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সরকারি বিএল কলেজে আনন্দ শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
সরকারি বিএল কলেজে আনন্দ শোভাযাত্রা বিএল কলেজে আনন্দ শোভাযাত্রা-ছবি-বাংলানিউজ

খুলনা: জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতি দিয়েছে। এ উপলক্ষে খুলনার সরকারি বিএল কলেজে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা শুরু হয়ে মহসিন মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন অবদান উল্লেখ করে শিক্ষার্থীরা প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম।

শোভাযাত্রাটিতে কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন বলে দাবি করেন অধ্যক্ষ। এ সময় তিনি বলেন, এ সাফল্য অর্জনে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব, দৃঢ়চিত্ত ও দূরদর্শী পরিকল্পনা কাজ করেছে।
 
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।