ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙ্গাবালীতে এএসআইকে কুপিয়ে জখম, হামলাকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
রাঙ্গাবালীতে এএসআইকে কুপিয়ে জখম, হামলাকারী আটক

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী মনির হোসেন মৃধাকে (২৮) আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মার্চ) দিনগত রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ ঘটনা ঘটে। হামলাকারী মনির ছোটবাইশদিয়া গ্রামের নয়া মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যা, সন্ধ্যা ৭টার দিকে রাঙ্গাবালী থানার এএসআই সিদ্দিকুর রহমান মৎস্য অভিযানের জন্য মোটরসাইকেলযোগে কোড়ালিয়া লঞ্চঘাটের উদ্দেশে রওনা হন। পথে কোড়ালিয়া বাজারে প্রবেশ করলে তাকে পেছন থেকে মনির হোসেন ধারালো অস্ত্র (বটি) দিয়ে মাথায় কুপিয়ে জখম করেন। তাৎক্ষণিক হামলাকারী মনিরকে আটক করে পুলিশ।  

স্থানীয়রা জানান, পুলিশের ওপর হামলাকারী মনির দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।       

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বলেন, এএসআই সিদ্দিকের মাথায় তিনটি সেলাই লেগেছে। আটক মনির মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।