ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সরাইলে ভেকু মেশিনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
সরাইলে ভেকু মেশিনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাটি কাটার ভেকু মেশিনের (এক্সকাভেটর) ধাক্কায় জালাল সরকার (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (২১ মার্চ) বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল ওই গ্রামের বাসিন্দা।

সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাঈল বাংলানিউজকে  জানান, দুপুরে দুবাজাইল গ্রামের কাঁচা সড়কে ভেকু মেশিন চালাতে বাধা দেন জালাল। এসময় অসাবধানতাবশত মেশিনে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় জালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।