ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর সাপাহারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ মার্চ) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ল্যাপটপ বিতরণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহিদুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, অসিম কুমার সাহা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ও সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে দু’টি করে মোট ৫৫টি ল্যাপটপ বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।