ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবরোধের কোনো প্রভাব পড়েনি রাঙামাটিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
অবরোধের কোনো প্রভাব পড়েনি রাঙামাটিতে

রাঙামাটি: হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক-নৌপথ অবরোধ চললেও রাঙামাটিতে কোনো অবরোধ নেই।

বুধবার (২১ মার্চ) সকাল থেকে যথা নিয়মে রাঙামাটিতে সকল যানবাহন চলাচল করছে। দূরপাল্লার সকল পরিবহন ছেড়ে গেছে।

অফিস-আদালত পাড়া যথা নিয়মে চলছে।

রাঙামাটি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জাহাজ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম বাংলানিউজকে জানান, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা অবরোধ রাঙামাটিতে কোনো প্রভাব ফেলতে পারিনি। যথা নিয়মে রাঙামাটির সড়ক ও নৌ-রুটে সকল যান ছেড়ে গেছে।

রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া জানান, অবরোধের কোনো প্রভাব রাঙামাটিতে নেই।

হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণ ঘটনায় মঙ্গলবার (২০ মার্চ) রাতে কতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন অপহৃত দয়াসোনা চাকমার মা কালিন্দী রানী চাকমা। এ অপহরণ মামলায় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, শ্যামল কান্তি চাকমাসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্ট, মার্চ ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।