ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্লেন দুর্ঘটনায় আহত শাহীন ও শাহরীনের অস্ত্রোপচার শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
প্লেন দুর্ঘটনায় আহত শাহীন ও শাহরীনের অস্ত্রোপচার শুরু শাহীন বেপারি ও শাহরীন। ছবি: বাংলানিউজ

ঢাকা: নেপালে ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনায় আহত দুই যাত্রী শাহীন বেপারি ও  শাহরীনের অস্ত্রোপচার শুরু হয়েছে।

বুধবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের অস্ত্রোপচার শুরু হয় বলে জানান বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

এদিকে মঙ্গলবার (২০ মার্চ) শ্বাস কষ্টজনিত সমস্যার কারণে শাহীনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

এর আগে রোববার (১৮ মার্চ) ইউএস-বাংলার তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৭২ ফ্লাইটে বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকায় নামেন শাহীন বেপারি। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৫টা ৮ মিনিটের দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স ঢামেক হাসপাতালে পৌঁছে।

সোমবার (১৯ মার্চ) বিকেলে ইউএস-বাংলার তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৭২ ফ্লাইটে ঢাকায় পৌঁছান কবির হোসেন। সেখান থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢামেক হাসপাতালে পৌঁছায় বিকেল সাড়ে ৪টার দিকে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এজেডেস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।