ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মাহবুব আলম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মার্চ) রাত পৌনে ৮টায় শহরের চকপাড়া এলাকার কোর্ট স্টেশনে আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হয়।

মাহবুব জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মইপুকুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।

তিনি ঢাকা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস দিয়ে নেত্রকোনা শহরে আসেন। সেখানে তার সাতপাই স্টেশনে নামার কথা থাকলেও ভুলবশত নামা হয়নি। পরে ওই স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শহরের চকপাড়া এলাকার কোর্ট স্টেশনে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন মাহবুব। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।  

কোর্ট স্টেশনের টিকেট মাস্টার সৈয়দ রাকিব হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ নিয়ে বাকি ব্যবস্থা নেবেন জিআরপি পুলিশ।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ