ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
পুলিশ হত্যাকারীকে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের সময় গোলাগুলিতে নিহত পুলিশ কর্মকর্তার হত্যাকারীকে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

মঙ্গলবার (২০ মার্চ) বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়েলর সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পীরেরবাগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের সময় গোলাগুলিতে নিহত পুলিশ কর্মকর্তা জালাল উদ্দিনের হত্যাকারীকে খুঁজে বের করা হবে।

তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।  

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করায় আগামী ২২ মার্চ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীকে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তিনি।  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ওইদিন বিকেল ৪টায় রাজধানীর কয়েকটি পয়েন্ট থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা-কর্মচারীরা বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে থাকবেন সাধারণ মানুষও।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।