ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাসির গ্লাস কোম্পানিতে অগ্নিকাণ্ডে ১০০ কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
নাসির গ্লাস কোম্পানিতে অগ্নিকাণ্ডে ১০০ কোটি টাকার ক্ষতি

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাস কোম্পানিতে অগ্নিকাণ্ডে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে টাঙ্গাইল ও মির্জাপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাসির গ্লাস কোম্পানির সহকারী ব্যবস্থাপক জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, দুপুর ২টার দিকে হঠাৎ করে গ্লাসের তরল পদার্থ বের হওয়ার পাইপ ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।