ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিহত পুলিশ পরিদর্শকের ময়নাতদন্ত সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
নিহত পুলিশ পরিদর্শকের ময়নাতদন্ত সম্পন্ন পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন (ছবি: সংগৃহীত)

ঢাকা: মিরপুরের মধ্য পীরেরবাগে অস্ত্র উদ্ধার অভিযানে সন্ত্রাসীদের গুলিতে নিহত পুলিশ পরিদর্শক জালাল উদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঢামেক ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস বাংলানিউজকে জানান, পুলিশ পরিদর্শক জালাল উদ্দিনের ময়নাতদন্ত শেষ হয়েছে।

সকাল ১০টার শুরু হয় প্রায় পৌনে এক ঘণ্টা সময় নিয়ে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এসময় তার মাথা থেকে একটি গুলি বের করা হয়েছে। এ গুলির কারণেই তার মৃত্যু হয়েছে।

এরআগে মিরপুর থানা পুলিশ তার সুরতাল প্রতিবেদন তৈরি করেছে বলেও জানান ডা. প্রদীপ বিশ্বাস।

এরআগে সোমবার (১৯ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অস্ত্র উদ্ধার অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় জালাল উদ্দিনকে উদ্ধার করে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।  সেখানে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad