ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কসবায় ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
কসবায় ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড কসবায় ২ ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

সোমবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চারগাছ বাজার এলাকার আমির হোসেন শিশু ও জেনারেল নামে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার দেলী গ্রামের মৃত আমির হোসেনের ছেলে রেজাউল করিম (৪০) একই গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে কুলসুম আক্তার (২৪)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বাংলানিউজকে জানান, চারগাছ বাজারে আমির হোসেন শিশু ও জেনারেল হাসপাতালের কয়েকজন ভুয়া চিকিৎসক ভুল চিকিৎসা দিয়ে অসহায় মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই হাসপাতাল থেকে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার ভূমি জোবাইদা আক্তার তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad