ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মনপুরায় ৭ হাজার মিটার জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
মনপুরায় ৭ হাজার মিটার জাল জব্দ জাল ধ্বংস করা হচ্ছে

ভোলা: ভোলার মনপুরার মেঘনায় যৌথ অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার ৭ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসব জাল জব্দ করেন কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা। পরে জব্দ করা জাল হাজিরহাট মৎস্য ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার বাংলানিউজকে বলেন, ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা যাতে মাছ ধরতে না পারেন সে জন্য উপজেলা প্রশাসনের নেতৃত্বে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের টিম অভিযানে নামে। পরে সোমবার দুপুর পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে বেহুন্দি জাল ৫টি, চরঘেড়া ৫ হাজার মিটার ও ২ হাজার মিটারের ১২টি নেট জাল আটক করা হয়। নিষিদ্ধ জালগুলোর মূল্য পাঁচ লাখ টাকা হবে।

৩০ এপ্রিল পর্যন্ত মেঘনায় এ অভিযান চলবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।