ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পাইলট আবিদের স্ত্রীর উন্নতির সম্ভাবনা ক্ষীণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
পাইলট আবিদের স্ত্রীর উন্নতির সম্ভাবনা ক্ষীণ পাইলট আবিদ ও তার স্ত্রী

ঢাকা: নিউরো সায়েন্স হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর লাইফ সাপোর্টে রাখা হয়েছে কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলার প্লেনের পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে।

চিকিৎসকের কাছ থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, তার অবস্থা যেকোনো সময় আরও অবনতির দিকে যেতে পারে। উন্নতির সম্ভাবনা ক্ষীণ।

তবে ৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা যাচ্ছে।

সোমবার (১৯ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান উজ্জ্বল কুমার মল্লিক সাংবাদিকদের কাছে আফসানা খানমের শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি তুলে ধরেন।  

আরও পড়ুন>>>লাইফ সাপোর্টে পাইলট আবিদের স্ত্রী

উজ্জ্বল কুমার মল্লিক বলেন, আফসানা খানমের রক্তনালী ও ডায়াবেটিস কন্ট্রোলে ছিল না অতিরিক্ত টেনশনের কারণে। এর আগে সকালে আফসানা খানম ফের স্ট্রোক করেন। সোয়া ১০টায় শুরু হওয়া দ্বিতীয় অস্ত্রোপচার শেষ হয় দুপুর ১টা নাগাদ। অস্ত্রোপচার শেষ হলেও তার অবস্থা রোববারের (১৮ মার্চ) তুলনায় আরও অবনতির দিকে যায়।

সবশেষ তিনি লাইফ সাপোর্টে আছেন আইসিইউর ১২ নম্বর বেডে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এমএসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।