ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় ১ লাখ চিংড়ি পোনা জব্দ, ৫ জেলের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
পাথরঘাটায় ১ লাখ চিংড়ি পোনা জব্দ, ৫ জেলের জরিমানা আটক জেলেরা ও জব্দকৃত পোনা

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় চিংড়ি পোনা জব্দ করার ঘটনায় ৫ জেলেকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় পাথরঘাটা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমাযুন কবির এ জরিমানা করেন। এ সময় একটি ট্রলার ৪ লাখ টাকা নিলামে বিক্রি করা হয়।

জেলেরা হলেন- পটুয়াখালী জেলার মহিপুর থানার সুলতান শরীফের ছেলে কামাল শরীফ (৩৫), সুলতান কাজীর ছেলে মো. খোকন কাজী (৪৫), কলাপারা থানার জাহাঙ্গীর তালুকদারের ছেলে মো. জালাল তালুকদার (৩৫), নুর ছাইদ হাওলাদারের ছেলে আব্দুস সত্তার (২৫) ও বরগুনা জেলার তালতলী থানার সাহাবুদ্দিনের ছেলে মো. মোকলেচুর রহমান (৪৫)।

এর আগে রোরবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটার খাল থেকে ১ লাখ চিংড়ি পোনাসহ ৫ জেলেকে আটক করা হয়। এসময় সানজিদা পরিবহন নামের একটি স্টিলের ট্রলারও আটক করে পাথরঘাটা কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।