ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিগারেটের জন্য ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
সিগারেটের জন্য ছেলের হাতে বাবা খুন

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় বাবা আব্দুল গফুর বসই মিয়াকে (৬৫) হত্যা করেছে তার ছেলে আপ্তাব মিয়া (৩৬)। এ ঘটনায় আপ্তাব মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আপ্তাব মিয়া (৩৬) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

দুপুরে বাড়িতে আপ্তাব তার বাবা আব্দুল গফুরের কাছে সিগারেট চায়। এসময় আব্দুল গফুর তাকে সিগারেট না দেয়ায় আপ্তাব কোদাল দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে আব্দুল গফুর গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad