ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মায় লাফ দিয়ে কলেজছাত্র নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
পদ্মায় লাফ দিয়ে কলেজছাত্র নিখোঁজ কলেজছাত্রকে উদ্ধার করতে নদীতে দমকল বাহিনীর ডুবুরি ইউনিটের কর্মীরা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর পদ্মানদীতে লাফ দিয়ে ডুবে আসিফ আল মাসুদ মন্ময় নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

রোববার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর শিমলা এলাকায় পদ্মানদীর তীরের ওপারের মধ্য চরের পাশে তিনি নিখোঁজ হন।

ঘটনার পর তাকে উদ্ধারে রাজশাহী সদর দমকল বাহিনীর ডুবুরি ইউনিট কাজ করছে।

তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই কলেজছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি।  

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, নিখোঁজ কলেজছাত্রের নাম আসিফ আল মাসুদ মন্ময়।

তিনি রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি নওগাঁ জেলায়। তিনি মহানগরের একটি ছাত্রবাসে থেকে লেখাপড়া করেন।

ওসি হাফিজুর রহমান জানান, মডেল স্কুল অ্যান্ড কলেজের ছয় শিক্ষার্থী আজ দুপুরে পদ্মানদীতে বেড়াতে যায়। এদের মধ্যে তিনজন ছাত্র ও তিনজন ছাত্রী ছিল।

তারা একটি নৌকা ভাড়া নিয়ে ঘুরছিল। এ সময় এক বান্ধবীর ওপর অভিমান করে মন্ময় নৌকা থেকে লাফ দেয়। কিন্তু সাঁতার না জানায় আর উঠে আসতে পারেনি।

রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে দুই ধরনের কথাই শুনেছেন। একটি লাফ দিয়ে পড়া অন্যটি সেলফি তুলতে গিয়ে পা ফসকে পড়ে যাওয়া। এখন কোনটা ঠিক তা নিশ্চিত করে বলা দায়। তবে তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad