ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মির্জাপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
মির্জাপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ফুলমতি (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ মার্চ) দুপুরে উপজেলার মীর দেওহাটার একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী মজিদ মিয়া পলাতক রয়েছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বাংলানিউজকে জানান, মজিদ ও ফুলমতি দুইজনে মীর দেওহাটা গ্রামের নয়া মিয়ার বাড়িতে ভাড়া থেকে ইউসুফের ইটভাটায় দিনমজুরের কাজ করতেন। তাদের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। সকালে কাজে না যাওয়ায় ইটভাটার লোকজন ফুলমতিকে খুঁজতে তার ভাড়া বাড়িতে যায়। সেখানে তারা ঘরে তালা দেখে তার স্বামী মজিদকে ফোন করে। তখন মজিদ তাদের জানায় তার স্ত্রীকে কে বা কারা হত্যা করে ঘরে তালা দিয়ে রেখেছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফুলমতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।