ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদকবিরোধী প্রচারণায় পঞ্চগড়ে ৫ দিনের সাইকেল ভ্রমণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
মাদকবিরোধী প্রচারণায় পঞ্চগড়ে ৫ দিনের সাইকেল ভ্রমণ সাইকেল ভ্রমণ

পঞ্চগড়: ‘সড়ক দুর্ঘটনা রোধ করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে পাঁচ দিনব্যাপী স্বাধীনতা সাইকেল ভ্রমণ শুরু করেছে পঞ্চগড় সাইক্লিং রাইডার্স (পিসিআর)।

রোববার (১৮ মার্চ) পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ১১ সদস্য নিয়ে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী প্রচারণায় এই সাইকেল ভ্রমণ শুরু হয়।

২২ মার্চ পঞ্চগড় সদর উপজেলায় এসে এ ভ্রমণটি শেষ হবে।

জেলার ৫টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে লিফলেট বিতরণসহ সচেতনতামূলক প্রচার প্রচারণায় অংশ নেবে পঞ্চগড় সাইক্লিং রাইডার্স।

পঞ্চগড় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সুমন জিহাদী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, পঞ্চগড় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লব, পিসিআরের সভাপতি হাবিবুর রহমান হাবিব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।