ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘুষ নেওয়ার অভিযোগে উজিরপুর থানার এএসআই ক্লোজড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
ঘুষ নেওয়ার অভিযোগে উজিরপুর থানার এএসআই ক্লোজড

বরিশাল: অবৈধভাবে আসামির পরিবারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে বরিশালের উজিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।

রোববার (১৮ মার্চ) দুপুরে তাকে থানা থেকে সরিয়ে বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, এএসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের তদন্ত এখনও চলছে। তবে টাকা লেনদেনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও তদন্ত করে পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা বরিশাল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আকরামুল হাসান।

গত বৃহস্পতিবার (১৫ মার্চ) শামীম খান নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করেন এএসআই আমিনুল।

বিষয়টি জেনে শামীমের মা রেবা বেগম থানায় গেলে তাকে নানা প্রতিশ্রুতি দিয়ে ঘুষ দাবি করেন আমিনুল। রেবা বেগম তাকে ৫ হাজার টাকা পাঠান।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।